You may also Like Offbeat Darjeeling Playlist – Ahaldara – Tinchule – Lepcha Jagat https://www.youtube.com/watch?v=N18JoPweyVc&list=PLX0JIvKoIxQ_azq1sbk3Fsm6YIX2wvfvO
Sandakphu Phalut Tour Guide 2022 Playlist https://www.youtube.com/playlist?list=PLX0JIvKoIxQ9o2tr1kXki0UNMsxDYEivy
Sikkim Tour 2021 Playlist https://www.youtube.com/watch?v=zb5rHN7qu3s&list=PLX0JIvKoIxQ9PZX5K8ZMQFTqPMOlMoaGN
2 Nights 3 Days Sundarban Tour Plan https://youtu.be/pDREx2WKW3Q
Leh Ladakh Complete Tour Guide Part 1 | Tso Moriri Lake | Nubra Valley | Pangong Lake| Ladakh Trip https://youtu.be/eFtLdQGNBTE
Mousuni Island Tour Plan | Jammu Dwip | Mousuni Island Travellers Camp | Alafiia Camp | WB Tourism https://www.youtube.com/watch?v=x6zlA20vhk0
Mongalganj Tour Plan | Haunted Camp near Kolkata | Kata Saheber Kuthi |Backpackers Camp | WB Tourism https://www.youtube.com/watch?v=HuSHlYbaCpU
Music from YouTube Audio Library
New Video every Friday at 8 p.m. Somjit Bhattacharyya of Maxinfo India covers travel and heritage. I make travel guide on popular tourist destinations like Digha, Puri, Darjeeling, Sikkim, Kashmir, Goa,Shimla, Kulu, Manali, Rajasthan, Ladakh etc. just to name a few. I also cover UNESCO World Heritage sites like Konark Sun Temple, Darjeeling Himalayan Railways, Qutb Minar Complex, Nilgiri Mountain Railways, Basilica De Bom Jesus at Goa. Travel remains incomplete without festivals and fairs of different places. I cover festivals like Kolkata Durga Puja, Holi, Chandannagar Jagaddhatri Puja, Gangasagar Mela, Amarnath Yatra, Barasat Kali Puja, Poush Mela at Shantiniketan and many more. I love publish new video…every week. Subscribe: https://goo.gl/ywTiZL Blog: http://www.maxinfo.in/ Twitter: https://twitter.com/maxinfoindia
পাহাড়ের ডাকে ছোটা মাঙ্গয়াতে পৌছালাম বটে – কিন্তু যার ডাকে এখানে পৌছালাম সে তখন মেঘের ঘোমটার আড়ালে নিজেকে লুকিয়ে রাখলো। রাগ করলো নাকি – নাকি অভিমান হলো – নাকি লজ্জা। এবার কি তাহলে দেখা দেবে না সে। এদিকে বেলা যে পড়ে আসছে। এখনও এতো মেঘ ! আর ঠিক তক্ষুনি কনে দেখা আলোতে লাজে রাঙা হয়ে সে দেখা দিলো। আহা কি রূপ ! চোখ ফেরানো যায় না – পলক পড়ে না !
ভুলেই গিয়েছিলাম ক্যামেরা বন্ধ করতে। কতক্ষন তাকে দেখেছিলাম জানিনা। হুশ ফিরলো – যখন নামচি চারধামের শিবমূর্তির আলো জ্বলে উঠলো। পুরো শহরের আলোগুলো জোনাকি হয়ে পাহাড়ের গায়ে আটকে গেলো। আর এই পুরো দৃশ্য নিজের অজান্তেই ধরা পড়লো আমার ক্যামেরাতে।
বছর খানেক আগে গিয়েছিলাম মৌসুনি আইল্যান্ডের সৃজা সানা ইন ক্যাম্পে। সেই ভিডিওতে আপনাদের অনেক সুন্দর কমেন্ট এর সাথে সাথে কিছু অভিযোগও পেয়েছিলাম। সেই সব অভিযোগের জবাব চাইতে আবার গিয়েছিলাম মৌসুনি আইল্যান্ড। কিন্তু গিয়ে দেখি – সেখানে তখন রাখি আর সোমকের আইবুড়ো ভাতের আয়োজন চলছে। মৌসুনি দ্বীপ যে আইবুড়ো ভাতের গন্তব্য হয়ে উঠেছে এটা জেনে ভালো লাগলো। আমরাও সেই অনুষ্ঠানে যোগ দিলাম। তবে আপনাদের অভিযোগের জবাব চাইতে ভুলি নি – কি জবাব পেলাম সৃজা সানা ইন ক্যাম্পের থেকে ভিডিওতে পুরোটাই তুলে ধরেছি। তারসাথে আপনাদের জন্য আছে একটা চ্যালেঞ্জ – দেখি কে কতটা গাছ চেনেন ! পুরো ভিডিও আসছে আজ বৃহস্পতিবার ঠিক রাত ৮ টায় – আর সেটাও সবাই মাইল একসাথে দেখবো – ইউ টিউব প্রিমিয়ার – আজ বৃহস্পতিবার ঠিক রাত ৮ টায়।
ঘুরে এলাম শীতের সুন্দরবন – বাঘের দেখা পাইনি বটে – কিন্তু এই কমলা রঙের মাছ রাঙার দেখা পেয়েছি। আর নেতি ধোপানির কাছে পেয়েছি ডলফিন এর দেখা – যদিও তাকে ক্যামেরাবন্দি করতে পারিনি।
টাকি ভ্রমণের দ্বিতীয় পর্ব নিয়ে আজ হাজির হলাম। প্রথম পর্বে আমরা জেনেছি টাকি কোথায় অবস্থিত, টাকি কি জন্যে এত জনপ্রিয়, টাকি কিভাবে যাবো, কোথায় থাকবো ইত্যাদি। প্রথম পর্বে টাকির সেরা কিছু গেস্ট হাউসের নাম ও ফোন আপনাদের দিয়েছি। সেই সাথে দিয়েছি শিয়ালদহ — হাসনাবাদ লোকাল এর টাইম টেবিল। আজকের পর্বে টাকির দ্রষ্টব্য স্থানগুলির দিকে আলোকপাত করবো।
রোজকার ব্যস্ত জীবনে মাঝে মাঝেই এসে পরে একঘেয়েমি। দমবন্ধকর জীবনে একটু অক্সিজেন জোগাতে প্রয়োজন হয় কোথাও ঘুরতে যাওয়ার। কিন্তু ক্যালেন্ডারের পাতা ঘেঁটেও যদি একটা ছুটির দিন না মেলে তাহলেও কুছ পরোয়া নেহি। কারন দিনে দিনেই ঘুরে আসা যায়, কোলকাতার অনতিদূরে এমনই এক অসাধারন জায়গা আছে, যায় নাম ‘ টাকি ‘। এখানে এলে ছুঁয়ে দেখা যায় প্রাচীন ইতিহাসকে। ইছামতীর হাওয়ায় আর সবুজ বনানীর ছোঁয়ায় নিজেকে তরতাজা করে নেওয়ার ইচ্ছে হলেই টুক করে ঘুরে আসুন টাকি থেকে।
সারসংক্ষেপ জানেন কি টাকি কোথায় ? একদিনে কি ঘুরে আসা সম্ভব ? টাকি কীভাবে যাবেন, কোথায় থাকবেন, কি কি দেখবেন, কি কি কিনবেন, খরচ কেমন হবে, সবকিছু বিস্তারিত জানাবো টাকি ভ্রমণ সংক্রান্ত তিনটি পর্বে। জানাবো টাকির সেরা গেস্ট হাউজ গুলির নাম ও ফোন নম্বর। আর থাকছে টাকি যাবার ট্রেনের সময়সূচি। আজ প্রথম পর্ব।
গত পাঁচ মাস ধরে অতিমারীর জেরে আমাদের জীবন দূর্বিসহ হয়ে উঠেছে । শুধু মর্তের মানুষই নয় স্বর্গের দেবতারাও করোনা অসুরের অত্যাচারে অতিষ্ঠ। রথের সময় এই করোনা অসুরের দাপটে জগন্নাথ বলরাম সুভদ্রাকে মাসির বাড়ি যাওয়া বাতিল করতে হয়।
আর
সেদিন থেকেই সবার মনে একটাই প্রশ্ন
– এবার কি লক্ষী সরস্বতী
কার্তিক গণেশ পুজোর সময় মায়ের সাথে মামার বাড়িতে আসতে পারবে ?
কারণ
মা দুর্গার আগমন মানে শুধু আপামর বাঙালির মনে আনন্দের জোয়ারই নয় – মা
দুর্গার আগমন মানে বঙ্গের
অর্থনীতিতেও জোয়ার – দূর্গা পূজাকে কেন্দ্র করে বছরে আনুমানিক পঞ্চাশ হাজার কোটি টাকার ব্যবসা হয়ে থাকে ।
তাই
মা দূর্গা কৈলাস থেকে রুপোর রথে আসবেন নাকি ভক্তের কাঁধে চেপে আসবেন – সোনার শাড়ী পড়বেন
নাকি তাঁতের শাড়ী পড়বেন – মা এর মূর্তি মাটির হবে নাকি সোনার হবে – এসব ছাপিয়ে এখন সবথেকে বড় প্রশ্ন – এবার দুর্গাপূজা
হবে তো?
আর
এই প্রশ্নের উত্তরে আনন্দবার্তা দিলেন কলকাতার বিখ্যাত বারোয়ারি দুর্গোৎসব কমিটি সন্তোষ মিত্র স্কোয়ার। প্রতিবারের মতো এবারেও মায়ের আরাধনায় ব্রতী হতে চলেছে সন্তোষ মিত্র স্কোয়ার।
করোনা
আবহে সমস্তরকম সামাজিক বিধিনিষেধ মেনেই ১৬ই
আগস্টের খুঁটি পুজোর মধ্যদিয়ে শুভারম্ভ হলো সন্তোষ মিত্রস্কোয়ার এর ২০২০র সার্বজনীন দুর্গোৎসবের। শুধু
খুঁটি পুজোই নয় – এবছরে সবার প্রথমে কুমোরটুলির প্রখ্যাত শিল্পী শ্রী মিন্টু পালকে প্রতিমা তৈরির বরাতও দিয়েছে এই সন্তোষ মিত্র
স্কোয়ার ।
দুর্গাপূজোর
জাকঁজমক এবার
হয়তো কিছুটা কম হবে – কিন্তু
দূর্গা পুজো হবেই। কলকাতার
অন্যতম জনপ্রিয় এই পুজো কমিটির
সদস্যরা তাদের দেবী আরাধনার সংকল্প অটুট রাখতে যথাযথ সাবধানতা
অবলম্বনের অঙ্গীকার করেছেন।
পুজোর প্রধান
উদ্যোক্তা শ্রী সজল ঘোষ জানালেন পুজোর দিনগুলোতে বাড়তি সতর্কতা হিসেবে থাকবে স্যানিটাইজার
, মাস্ক, গ্লাভস এর ব্যবস্থ্যা। সোশ্যাল ডিস্ট্যানসিং মেনে চলার উপরে থাকবে বাড়তি নজরদারি।
মা
দুর্গার কাছে শুধু একটাই প্রার্থনা এবার মহিষাসুরের সঙ্গে করোনা অসুরকেও বধ করে
মর্তবাসীকে বরাভয় দাও মা
লাদাখের সব জায়গায় বেড়ানোর জন্য কিন্তু পারমিট লাগে না । শ্রীনগর লে হাইওয়ে ধরে শ্রীনগর থেকে লে যাবার জন্য বা মানালি লে হাইওয়ে ধরে মানালি থেকে লে যাবার জন্য কোনো পারমিট লাগে না । এছাড়াও লে শহর এবং তার আশেপাশে দর্শনীয় স্থান যেমন লে রাজপ্রাসাদ , শান্তি স্তুপ, শে প্রাসাদ, হেমিস গুমফা ইত্যাদি দেখার জন্য কোনো পারমিটের প্রয়োজন হয় না।
কিন্তু লাদাখের অন্য অনেক জায়গায় যেমন – সোমোরিরি লেক – হানলে – প্যাংগং লেক – আর্য গ্রাম হানু এবং দা – নুব্রা ভ্যালি – যাবার জন্য পারমিট এর প্রয়োজন হয় – ভারতীয়দের জন্য ILP বা ইনার লাইন পারমিট এবং বিদেশিদের জন্য লাগে প্রোটেক্টেড এরিয়া পারমিট ।
লাদাখে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে হলে এক বা একাধিক উঁচু পাহাড় পেরোতে হয় । পাহাড়ের উপর রাস্তার সব থেকে উঁচু জায়গা কে স্থানীয় ভাষায় বলা হয় “লা” – ইংরেজি তে পাস । রোটাং লা – জোজি লা – খারদুং লা – নাম গুলো সব লাদাখ প্রেমীদের কাছেই খুব পরিচিত । পাহাড়ের সব থেকে উঁচু জায়গায় বলে শীতকালে বরফ পরে এইসব পাস বন্ধ হয়ে যায় – তখন সড়ক পথে যাতায়াত বন্ধ হয়ে যায় । লাদাখ ট্যুর প্ল্যান এর সাথে এইসব পাস খোলা বন্ধ থাকার বিষয়টা অঙ্গাঙ্গিভাবে জড়িত । কারণ শ্রীনগর থেকে গাড়িতে লে পৌঁছাতে হলে কিংবা মানালি থেকে গাড়িতে লে পৌঁছাতে হলে এইসব পাস কোন মাসে খোলে আর কোন মাসে বন্ধ হয় সেটা জানা খুব জরুরি ।
লাদাখের সবথেকে বড় আকর্ষণ হলো এখানকার প্রাকৃতিক সৌন্দর্য । জনমানবিহীন রুক্ষ প্রকৃতির অসামান্য রূপের টানেই পর্যটকরা ছুটে আসেন লাদাখে । এই পর্বে আমরা জানবো লাদাখের দেখার কি কি আছে এবং সেই দর্শনীয় স্থান গুলো পুরো লাদাখ জুড়ে কোথায় কোথায় ছড়িয়ে আছে ?
লাদাখ ভ্রমণের পথে তিনটি প্রধান অন্তরায় । প্রথমত, লাদাখ ভ্রমণ অনেক বড় তাই সময়সাপেক্ষ । দ্বিতীয়ত, ভ্রমণের দিন সংখ্যা বেড়ে যাবার জন্য সমান অনুপাতে থাকা খাওয়া আর গাড়ির খরচও বাড়ে – তাই লাদাখ ভ্রমণ খরচসাপেক্ষ । তৃতীয়ত , লাদাখের গড় উচ্চতা অনেক বেশি – তাই উচ্চতা জনিত শারীরিক সমস্যাও এখানে অনেকটাই বেশি ।
লাদাখ কোনো জায়গার নাম নয় – ভ্রমণ পিপাসুদের কাছে লাদাখ একটা স্বপ্ন – আর মোটর বাইক প্রেমীদের কাছে লাদাখ মানে স্বর্গ ।
কি আছে লাদাখে ?
এক কোথায় এর উত্তর হলো কি নেই লাদাখে ?
লাদাখের নীল আকাশে সাদা মেঘের ভেলা – বরফ ঢাকা পাহাড় চূড়া – পৃথিবীর সেরা নীল জলের হ্রদ – দুপাশে চল্লিশ ফুট উঁচু বরফের দেওয়ালের মধ্যে দিয়ে পাক খেতে খেতে আরও উপরে ওঠা – লাল হলুদ বাদামি সোনালী রং বাহারি পাহাড়ের সারি – তারসাথে পৃথিবীর বুকে চাঁদের পাহাড় – ১৩০০০ ফুট উচ্চতায় শীতল মরুভূমিতে দু-কুঁজ ওয়ালা উটের পিঠে ঘোরা – সিন্ধু সভ্যতার সিন্ধু নদীর পাড় ধরে ছুটে চলা – হাজার বছরের পুরোনো মনাস্ট্রি – এতো কিছুর একসাথে সমাবেশ সারা ভারতে একমাত্র লাদাখেই পাওয়া যায় । আর তাই লাদাখের এই রুক্ষ প্রকৃতির অপরূপ রূপ কে চর্মচক্ষে দেখার বাসনায় লাদাখে ছুটে আসেন অগণিত পর্যটক ।
যেহেতু লাদাখ ট্যুর সময় সাপেক্ষ – খরচ সাপেক্ষ – এবং তার সাথে আছে শারীরিক ধকল – তাই সুষ্ঠু ভাবে কোনোরকম শারীরিক অসুবিধার সম্মুখীন না হয়ে লাদাখ ট্যুরের ১০০ শতাংশ আনন্দ উপভোগ করার জন্য চাই নিখুঁত পরিকল্পনা এবং লাদাখ সম্পর্কে সম্পুর্ন্য ধারণা ।
লাদাখ ট্যুর বেশ বড় – তাই লাদাখ ট্যুর প্ল্যানের এই ধারাবাহিক এর পর্ব সংখ্যাও যথেষ্ট বেশি ।
আজ শুধু গৌরচন্দ্রিকাটা সেরে রাখলাম । পরের পর্বে আমরা লাদাখের সম্পর্কে একটা পরিষ্কার ধারণা করে নেবো ।
সাথের ছবিটি লাদাখের নুব্রা ভ্যালির হুন্ডার মরুভূমির ।
Mythologies are wonderful ancient stories mostly involving God, Goddess and of course Demons. In India, mythological books are known as Puran (Purana means Old). There are many Purans written at different times. One such Puran is “Nilmata Puran” which was written probably between 6th and 7th century A.D. In Nilmata Puran there are many beautiful mythologies of Kashmir. It is worth mentioning here that Nilmata Puran is not only a mythological manuscript but also a valuable source of ancient history of Kashmir. Well, let’s flip through the pages of this manuscript to know the mythological explanation of origin of Dal-Lake and entire Kashmir Valley.
List of Banned Firecrackers in West Bengal as per notification Memo No. 942/3L/WPB-C(IX) / 2013 (PART 1), dated 2-11-2015 of West Bengal Pollution Control Board (W.B.P.C.B.) any firecrackers producing sound more than 90 dB(A) at 5 meters distance from the point of bursting shall be banned.
Further no sound crackers shall be used in between 10:00 P.M. and 6:00 A.M.
All kinds of firecrackers shall be restricted in the silence zone.
Two humped Bactrian Camel ride is the greatest tourist attraction of Hunder Desert at Nubra Valley in Ladakh, Kashmir, India
India is large and beautiful country. The land surface of India varies from place to place. It has high mountains, vast plains, dry deserts and thick forests. It also has many rivers and a long coastline with beautiful beaches. But, probably the most wonderful, awesome and unique landscape in India is situated at the Hunder Desert in Nubra Valley, Ladakh in the northern most state of Jammu and Kashmir. Why we have used so many adjectives before this place? Why Hunder is so unique? What is so special about Hunder? The answer requires multiple lines of text.
Pangong Lake or Pangong Tso – Most popular tourist destination of Ladakh, Kashmir, India
The state of Jammu Kashmir in India has three distinct tourism zones namely Jammu region, Kashmir Valley region around Srinagar and Ladakh region.
In Jammu region, tourism is mainly pilgrimage and centered on Vaishno devi Temple at Katra. Tourists are mainly domestic. Foreign tourists in Jammu region are mainly transit tourist to Kashmir Valley region or Ladakh region.
In Kashmir Valley region, tourists mainly visit locations like Srinagar, Dal lake, Sonamarg, Gulmarg and Pahalgam. Kashmir Valley region is visited by both domestic and foreign tourists though majority of the tourists are domestic.
In Ladakh region foreign tourists outnumber domestic tourists. Tourists come here for scenic beauty, visiting the monasteries, trekking, to experience local culture and tradition, wildlife photography, mountain biking, river rafting, etc. Tourists mainly visit Leh, Nubra Valley, Pangong Lake, Tso-Moriri.
Drawing an owl is easy, very easy. We will start with two circles and you will see how easily we will convert those two circles into an owl. This technique of drawing an owl is mainly for kids but anyone can follow these easy steps to draw an owl.
First, watch the video above to get an idea. Note, that the number of steps to draw an owl in the video is just 7. But here we will further sub-divide some of the steps to make the owl drawing process easier.
No more lectures, let us learn the easiest way to draw an owl with step by step guide.
Gulmarg Gondola – The most popular tourist attraction of Kashmir, India
Out of these destinations, Gulmarg is the most famous and popular tourist destination of Kashmir. The major tourist attraction of Gulmarg in all season is the Gondola ride. The Gondola at Gulmarg is the highest operating Cable Car Gondola in the world.
Gulmarg Gondola has two phases. In the first phase, you board into the Gondola at Gulmarg and it will take you to a place called Kongdori which has an altitude of nearly 10,000 feet (3050 meter). In the second phase of Gulmarg Goldola, you board at Kongdori and the Gondola drops you on a glacier at the Peak of Afarwat Mountain which is at an altitude of 13,500 feet (4200 meter).
Most of the Indian Hindu God and Goddess are Polynymous i.e have multiple names. Lord Vishnu has 108 names, Goddess Lakshmi has 108 names. Surya (the Sun God) has 12 names. In this article we will see the 108 names of Lord Ganesha and also know the meanings of these names.