জবাব চাইতে গিয়েছিলাম মৌসুনি আইল্যান্ড!
বছর খানেক আগে গিয়েছিলাম মৌসুনি আইল্যান্ডের সৃজা সানা ইন ক্যাম্পে। সেই ভিডিওতে আপনাদের অনেক সুন্দর কমেন্ট এর সাথে সাথে কিছু অভিযোগও পেয়েছিলাম। সেই সব অভিযোগের জবাব চাইতে আবার গিয়েছিলাম মৌসুনি আইল্যান্ড। কিন্তু গিয়ে দেখি – সেখানে তখন রাখি আর সোমকের আইবুড়ো ভাতের আয়োজন চলছে। মৌসুনি দ্বীপ যে আইবুড়ো ভাতের গন্তব্য হয়ে উঠেছে এটা জেনে ভালো লাগলো। আমরাও সেই অনুষ্ঠানে যোগ দিলাম।
তবে আপনাদের অভিযোগের জবাব চাইতে ভুলি নি – কি জবাব পেলাম সৃজা সানা ইন ক্যাম্পের থেকে ভিডিওতে পুরোটাই তুলে ধরেছি।
তারসাথে আপনাদের জন্য আছে একটা চ্যালেঞ্জ – দেখি কে কতটা গাছ চেনেন !
পুরো ভিডিও আসছে আজ বৃহস্পতিবার ঠিক রাত ৮ টায় – আর সেটাও সবাই মাইল একসাথে দেখবো – ইউ টিউব প্রিমিয়ার – আজ বৃহস্পতিবার ঠিক রাত ৮ টায়।