Home Music ডাকছে পাহাড়

কলকাতা থেকে ২ রাতে ছোটা মাঙ্গোয়া - 2 Nights Kolkata to Chota Mangwa Tour - Bethsaida Homestay - Offbeat Darjeeling

পাহাড়ের ডাকে ছোটা মাঙ্গয়াতে পৌছালাম বটে – কিন্তু যার ডাকে এখানে পৌছালাম সে তখন মেঘের ঘোমটার আড়ালে নিজেকে লুকিয়ে রাখলো। রাগ করলো নাকি – নাকি অভিমান হলো – নাকি লজ্জা। এবার কি তাহলে দেখা দেবে না সে। এদিকে বেলা যে পড়ে আসছে। এখনও এতো মেঘ ! আর ঠিক তক্ষুনি কনে দেখা আলোতে লাজে রাঙা হয়ে সে দেখা দিলো। আহা কি রূপ ! চোখ ফেরানো যায় না – পলক পড়ে না !

ভুলেই গিয়েছিলাম ক্যামেরা বন্ধ করতে। কতক্ষন তাকে দেখেছিলাম জানিনা। হুশ ফিরলো – যখন নামচি চারধামের শিবমূর্তির আলো জ্বলে উঠলো। পুরো শহরের আলোগুলো জোনাকি হয়ে পাহাড়ের গায়ে আটকে গেলো। আর এই পুরো দৃশ্য নিজের অজান্তেই ধরা পড়লো আমার ক্যামেরাতে।

ছোটা মাঙ্গয়র বেথসাইদা হোম স্টেতে দুটো রাত কাটানোর ভিডিওর লিংক দিয়ে দিলাম।